আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী মহাবিদ্যালয় হল রুমে এ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী। সুপ্রকাশ সাহিত্য সংসদ’র (সুসাস) আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুসাস’র সভাপতি বিশ্বজিৎ বর্মণ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান (বাংলা বিভাগ) সঞ্জয় সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, ছড়াকার আব্দুল আজিজ সরকার, কমিউনিষ্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক, ছাদেকুল ইসলাম দুলাল, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি এটিএম মাসুদ-উল ইসলাম চঞ্চল ও প্রকাশিত নতুন বই ২টির প্রকাশক মাহফুজ ফারুক। সুসাস’র সাধারণ সম্পাদক কঙ্কন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা কুশল রায়, প্রভাষক মধুসূদন চাকী, লেখক নাসরীন রেখা, আব্দুস সামাদ মিঞা, প্রভাষক আকবর আলী সরকার, ছড়াকার ফয়সাল সাকিদার আরিফ, নমীতা রানী সরকার ও ক্ষুদে লেখক আল আমিন ইসলাম প্রমূখ। আলোচনা শেষে উপাধ্যক্ষ নাসরীন রেখা’র লেখা ছোটদের গল্পের নতুন বই ‘প্রজাপতি ও ঘাস ফড়িংয়ের গল্প’ এবং সুন্দরগঞ্জ আঃ মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিঞার লেখা ছড়ার বই ‘ছড়ার সোপান’ নামে ৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।