স্টাফরিপোর্টার:
বগুড়া শেরপুরে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছহির উদ্দিন বার্ধক্যজনিত কারনে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে শেরপুর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাড়িদহ ইউনিয়নের সাবেক মেম্বর ছহির উদ্দিন বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এমতাবস্থায় ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ৩ টার তার মৃত্যু হয়। মৃত্যুকালে দুনিয়াতে তার ২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শেরপুর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মো. কারিমুল ইসলাম সহ সকল শ্রমিক ইউনিয়নের সদস্যরা।