বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার সান্তাহারে মোটর সাইকেলের ধাক্কায় রিনা খাতুন ((৩৪)নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধু নিহত হয়েছেন । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে । স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে। নিহত রিনা খাতুন আদমদীঘি উপজেলার বড় আখিড়া সোনারপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ।
জানা গেছে, গত মঙ্গলবার বিকালে রিনা খাতুন তার মেয়েকে সাথে নিয়ে সান্তাহার শহরে মার্কেটিং করার জন্য যান। কেনা কাটার এক পর্যায়ে তিনি সিএনজি ষ্ট্যান্ডের পূর্ব আজাদ বেকারীর পাশে দাঁড়ানো অবস্থায় একটি বেপরোয়া গতীর মোটর সাইকেল তাকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে করে রিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর ভাবে আহত হন । পরে স্থানীয়রা তাকে নঁওগা সরকারী হাসপাতলে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গতকাল ভোর রাতে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মুহা ঃ জালাল উদ্দিন জানান এই বিষয়ে মামলা হচ্ছে।
অপর দিকে
বগুড়ার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত-১
বগুড়া প্রতিনিধি।।
বগুড়ার নন্দীগ্রামে পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসকান আলী ফকির (৪৩) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ভরতেতুলিয়া গ্রামে ।
নিহত আসকান আলী ফকির একই গ্রামের মৃত কাশেম আলী ফকিরের ছেলে।
জানা গেছে , গতকাল সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আসকান আলী ফকির নিজ বাড়ীতে ঘরের বাতির সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্বভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নন্দিগ্রাম থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।