স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুরের সাদেকপুর গ্রামে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটের ঘটনায় গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঁজানা গেছে, উপজেলার সুঘাট ইউনিয়নের সাদেকপুর গ্রামের সুলতান মাহমুদের চাষকৃত বেগুনের জমির ভিতর দিয়ে একই গ্রামের মৃত মহিরউদ্দিনের ছেলে আব্দুর রইচ ও তার ছেলে সাদ্দাম এবং মৃত নুরা প্রামানিকের ছেলে আব্দুল জব্বার গত সোমবার দুপুরে মাটি বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিল। এসময় সুলতান বাড়িতে না থাকায় তার স্ত্রী রোজিনা বেগম তার ৩ বছরের শিশু আব্দুল্লাহ আল মামুনকে কোলে নিয়ে জমির ফসল বাঁচাতে তাদের বাঁধা দিলে উল্টো রোজিনা বেগমকে গালাগালির এক পর্যায়ে বেদম মারপিট করে। এতে রোজিনা বেগম চিৎকার করলে বাড়ির আরেকজন মহিলা সদস্য আব্দুল কাদেরের স্ত্রী রাঞ্জুখাতুন এগিয়ে গেলে তাকেও বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এতে তারা মাটিতে লুটিয়ে পরে। পরবর্তীতে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে শেরপুর হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতালে ভর্তিকৃত আহত মহিলারা জানান, আমাদের চাঁষকৃত জমিতে তারা অন্যায় ভাবে মাটিবেঝাই ট্রাক নিয়ে আমাদের কষ্ট করে চাঁষ করা জমির ফসল নষ্ট করে দিয়েছে এবং আমাদের অন্যায়ভাবে মারপিট করেছে। এঘটনায় আহত রজিনার স্বামী সুলতান মাহমুদ বাদি হয়ে গত মঙ্গলবার রাতে শেরপুর থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিয়োগ দায়ের করেছেন।
এ ব্যপারে শেরপুর থানার অফিসার ইনচার্য হুমায়ুন কবীর অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।