বগুড়ার শেরপুরে ১২ ভুয়া এসএসসি পরিক্ষার্থীসহ ২ অধ্যক্ষ আটক
বগুড়ার শেরপুরে চলতি এসএসসি/দাখিল পরীক্ষা চলাকালীন সময় ১২জন ভুয়া পরিক্ষার্থীসহ ২ অধ্যক্ষকে আটক করেছে।
আজ ৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় ধনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে থেকে তাদেরকে আটক করে।
জনাযায়, উপজেলার সীমাবাড়ি ইউনিয়নে ধুনকুন্ডি এলাকায় আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে ১২ জন ভুয়া পরিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে সংবাদ পেয়ে সহকারি কমিশনার (ভুমি) জামশেদ আলাম রানা গিয়ে ১২ পরিক্ষার্থী সহ ২জন অধ্যক্ষকে আটক করে।