বগুড়া শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার অনলাইন সহ দেশের বিভিন্ন পত্রিকায় গত ১৮ জানুয়ারী ২০২০ইং তারিখে ”শেরপুরে চাকুরী ফিরে পেতে অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদ টি মিথ্যা ভিত্তিহীন ভাবে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মুলত ঘটনা হলো ছাতিয়ানি উচ্চ বিদ্যালয়ের সাবেক আয়া বিধবা পঞ্চ খাতুন কে চাকুরীচুত্য করা হয় নাই, তিনি নিজেই গত ৭-১-২০১৮ইং তারিখে নিজেকে শারিরিক অসস্থাজনিত কারন দেখিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অবগতকরে আয়া পদ থেকে পদত্যাগ করেন।যা পরবর্তিতে বিদ্যালয়ের ১১-১-২০১৮ইংতারিখে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তক্রমে চুড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলেই অবগত আছেন। ইদানিং তিনি বিধবা পঞ্চ খাতুন কারো প্ররোচনায় এমন মিথ্যে আভিযোগ তুলছেন।
আমি উক্ত অভিযোগের ভিত্তিতে সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আইনের প্রতি শ্রদ্ধারেখে মিথ্য অভিযোগ না করারজন্য সংশ্লিষ্ঠ সকলকে অনুরোধ করছি।
নিত্যরঞ্জন রায় প্রধান শিক্ষক ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় শেরপুর বগুড়া