সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ’ পালন উপলক্ষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও শপথ বাক্য পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ কতৃপক্ষ এটি আয়োজন করে।
শনিবার(১৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজের শহিদ মিনারের পাদদেশে সাতক্ষীরা জেলার বৃহত্তম এই শিক্ষা প্রতিষ্ঠানটির ৭৩ জন কর্মকর্তা, ৬৭ জন কর্মচারী এবং ৫ সহস্রাধিক শিক্ষার্থী একযোগে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান কলেজের অধ্যক্ষ প্রফেসর এম আফজাল হোসেন। একযোগে ৫ হাজারের বেশি শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারী সমবেত কণ্ঠে গাইলেন জাতীয় সংগীত, পাঠ করলেন শপথ।