স্টাফরিপোর্টার: জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশ গ্রহন করে ১৩ ক্যাটাগরিতে বগুড়া জেলা পর্যাযে সেরা বিজয়ী হয়েছে শেরপুর উপজেলার ৯ শিশু। আজ ১৬ জানুয়ারী তারা জেলা সীমা পেরিয়ে রাজশাহী বিভাগীয় পর্যাযে অংশ গ্রহন করার কথা রয়েছে।
জানা গেছে, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় বগুড়া জেলায় প্রতিযোগিদের মধ্যে মোট ২৩ টি ক্যাটাগরিতে অংশ গ্রহন করে ১৩টি ক্যাটাগরিতে প্রথম স্থান,৫ জন দ্বিতীয় স্থান, ৩জন তৃতীয় স্খান অধিকার করে জেলার সেরা বিজয়ী হয়েছে শেরপুর উপজেলার শিশুরা। তাদের এ বিজয় কে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী শেখ। গতকাল ১৫ জানুয়ারী বুধবার উপজেলার নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে তাদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন।সেই সাথে বিভাগীয় পর্যাযে ও তারা ভালো করবে বলে তিনি মনে করেনএবং সকলের নিকট দোয়া কামনা করেন।
সেরা বিজয়ী ১৩ শিশুরা হলেন-হামদ নাত ক্যাটাগরিতে শেরপুর উপজেলার উলিপুর সরকারী প্রা: বিদ্যালয়ের ছাত্রী জয়ী বেগম, উচ্চাঙ্গ সঙ্গীত,ভাবসঙ্গীত ও লোক সঙ্গীত এ বিজয়ী আর ডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের ছাত্র আজমাহিন আর হাম প্রান্ত,নজরুল সঙ্গীত এ শেরপুর উড স্কুল এন্ড কলেজের রিনহিতা মজুমদার,রবিন্দ্র সঙ্গীত ও ছড়া গানে এ বিজয়ী আর ডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের সঞ্চারী পারিজাত, নজরুল সঙ্গীত এ আর ডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের মাধুর্য বাগচী,উচ্চাঙ্গ সঙ্গতি এ সামিট স্কুল এন্ড কলেজের অংকিতা কর্মকার, হামদনাত ও লোক সঙ্গীত এ আর ডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের সায়রা আঞ্জুমান শীহা, রবিন্দ্র সঙ্গীত এ আর ডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের ঐশ্বর্য বাগচী, হামদ নাত এ আর ডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের জারিন তাসনিম প্রভা। বিষয়টি নিশ্চিত করেছে শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা লিয়াকত আলী শেখ।