পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। পামুলি ইউনিয়নের খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলায় দর্শক মাতালো ক্ষুদে খেলোয়াড়রা। খোঁচাবাড়ি সমন্বয় কমিটি রবিবার বিকেলে উপজেলার পামুলি ইউনিয়নের খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মোট ২৩ জন প্রতিযোগী তাদের ঘোড়া নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন।
৬ রাউন্ড করে তিন পর্বের খেলা শেষ হয়। চূড়ান্ত খেলায় প্রথম স্থান অধিকার করে ঠাকুরগাঁও জেলার রুহিয়া এলাকার ক্ষুদে খেলোয়াড় আনারুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে একই এলাকার মাসুদ মেম্বার, তৃতীয় স্থান অধিকার করে রানা ইসলাম নামে দিনাজপুর জেলার বীরগঞ্জ ঝাড়বাড়ি এলাকার আরেক ক্ষুদে খেলোয়াড়। এসময় দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জজ, পামুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিভূষণ রায়, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোজাহার হোসেন প্রধান, খোঁচাবাড়ি সমন্বয় কমিটির সভাপতি খালেকুজ্জামান প্রধানসহ উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে টেলিভিশন, রাইস কুকার ও প্রেসার কুকার পুরষ্কার তুলে দেন। তরুণ প্রজন্মের কাছে দেশীয় এই খেলার ঐতিহ্য ধরে রাখতে এই আয়োজন অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। ঘোড় দৌড় প্রতিযোগিতার খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান প্রধান। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় খেলা।