সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গ্রেফতারকৃত জুয়াড়িদেকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে একটি কলা বাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় এসব জুয়াড়িকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরাঞ্জামাদি উদ্ধার করেন। গ্রেফতারকৃত জুুয়াড়িরা হলো- উক্ত গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র রওশন আলম (২৭), আতিয়ার রহমানের পুত্র মামুন মিয়া (১৯) ও জামাল মিয়ার পুত্র শফিউল ইসলাম (২০)।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- আব্দুল্লাহিল জামান জানান, এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে।