বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নাহারুল ইসলাম বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গোবরচাঁপা বাজারের কাজীর মোড়ে অবস্থিত সুমন ফার্মেসী থেকে ৫০ হাজার টাকা মূল্যের বিভিন্ন নামের নকল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন। দোকান মালিকের ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।
জব্দকৃত যৌন উত্তেজনক সিরাপ উপজেলা সদরের ছোট যুমনা নদীর পার্শ্বে বালুচরে ধ্বংশ করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ নাহারুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন তার সঙ্গীয় র্ফোস নিয়ে উক্ত দোকানে অভিযান চালিয়ে ৩১৪৯ বোতল রোজ টনিক, বোতল হ্যাপী, এ্যাপেক্স, এম এস ফ্রুট সিরাপসহ বিভিন্ন নামের নকল যৌন উত্তেজক সিরাপ আটক করেন। তিনি আরো জানান, সুমন দির্ঘদিন ধরে বগুড়াসহ বিভিন্ন স্থান থেকে যৌন উত্তেজনক সিরাপগুলি ক্রয় করে এনে তা বেচা কেনা করে আসছিল।