দ্বীন মোহাম্মাদ সাব্বির,স্টাফ রিপোর্টার:
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জ সদরের সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী হাসপাতাল মাঠ প্রঙ্গনে পোটল সমাজ উন্নয়ন সংস্থা (পি.এস.ইউ.এস) এর আয়োজনে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে এস.কে.এস ফাউন্ডেশন ও সুক এর সহযোগীতায় গতকাল ২৯ ডিসেম্বর ২০১৯ রোজ রবিবার সকাল ১০ ঘটিকা প্রায় ৩০০-৪০০ লোকের উপস্থিতিতে এই আয়োজন করা হয়। এসময় স্থানীয়দের মাঝে দুর্যোগ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০শয্যা বিশিষ্ট খোকশাবাড়ী পল্লী স্বাস্থ্য কেন্দ্র,খোকশাবাড়ী,সিরাজগঞ্জ এর মেডিকেল অফিসার জনাব ডাঃ মোছাঃ মোমেনা পারভীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো আনোয়ার হোসেন নির্বাহী পরিচালক সমাজ উন্নয়ন কার্যক্রম সুক। উপস্থিত ছিলেন মোঃ হামিম স্টেশন অফিসার বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন, সিরাজগঞ্জ।
মহড়ার সভাপতিত্ব করেন মো বাছেদ তালুকদার সভাপতি পোটল সমাজ উন্নয়ন সংস্থা-পিএসইউএস। এসময় উপস্থিত ছিলেন পোটল সমাজ উন্নয়ন সংস্থা (পি.এস.ইউ.এস) এর রিপন আহমেদ । সমাজ উন্নয়ন কার্যক্রম সুক এর নির্বাহী পরিচালক জনাব আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ আরও অনেকে ।
অনুষ্ঠনের উদ্বোধন করেন জনাব মোছাঃ মোমেনা পারভীন মেডিকেল অফিসার ১০শয্যা বিশিষ্ট খোকশাবাড়ী পল্লী স্বাস্থ্য কেন্দ,খোকশাবাড়ী,সিরাজগঞ্জ । এবং মহড়া পরিচালনা করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন, সিরাজগঞ্জ এর স্টেশন অফিসার মোঃ হামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ডাঃ মোছাঃ মোমেনা পারভীন বলেন, আমাদের সকলের সচেতন হয়ে জীবন যাপন করতে হবে। এবং এই দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া থেকে প্রশিক্ষণ নিয়ে আমাদের চলার পথে তা প্রয়োগ করতে হবে তাহলে আমরা যেকোন দুর্যোগ থেকে নিজেদের জানমাল রক্ষা করতে পারব।
(পি.এস.ইউ.এস) এর পক্ষে রিপন আহমেদ বলেন, এই দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া সিরাজগঞ্জের প্রান্তিক মানুষের মাঝে সচেতনতা তৈরী করবে। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে তারা তাদের জীবন ও সম্পদ রক্ষা করতে পারবেন।
সভাপতির বক্তব্যে মোঃ আব্দুল বাসেত তালুকদার বলেন, মানুষের মাঝে সচেতনা বৃদ্ধি করতে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই আয়জন।
সিরাজগঞ্জ জেলা একটি দুর্যোগ প্রবন জেলা । এই জেলার মানুষের মাঝে দুর্যোগ মোকাবেলা করার জন্য এমন দুর্যোগ প্রস্তুতি বিষয়ক মহড়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।