সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রেজাউল করিম প্রামাণিক (৩২) নামে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রাপ্ত ১ আসামিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গ্রেফতারকৃত আসামি রেজাউল করিমকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আব্দুল বারী, এএসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব বৈদ্যনাথ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতারী পরোয়ান মূলে আসমি রেজাউল করিমকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি রেজাউল করিম উক্ত গ্রামের কামরুল ইসলামের পুত্র। তার অনুপস্থিতিতে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক একটি সেশন মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। তখন থেকে আসামি রেজাউল করিম প্রামানিক পলাতক ছিল বলে থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান।