স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল জেলার মধুুপুর উপজেলার দক্ষিন জাঙ্গালীয়া আনন্দ বাজার এলাকায় গড়ে ওঠা “আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের গতকাল ২৭ ডিসেম্বর২০১৯ইং দিন ব্যাপি এক যুগ পুর্তি অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এ অনুষ্টানের মাধ্যমে বিদ্যালয়টির সাথে জড়িত সকল সহযোগি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সন্মাননা প্রদান করা হয়েছে। এ সন্মাননা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক কমিটির সদস্য জাহাঙ্গীর ইসলাম। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে দি আরএমজি টাইমস।
এ প্রতিষ্ঠানটি গড়ে ওঠাসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিন টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আলোর ভুবন সন্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন-দৈনিক দৃষ্টি প্রতিদিন,আলোকিত মধুপুর,উত্তর অরন খোলা আদর্শ যুব সংঘ,এছাড়া জনাব কেএইচ মালেক, আজিজুল ইসলাম, এবং ফিরোজ আলম কে এ সন্মননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার স্টাফরিপোর্টার নুর কিবরিয়া পলাশ এ সন্মননা ক্রেষ্ট গ্রহন করে। অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, উচু নিচু টিলা আর পাহাড়ী গজারি বন এলাকায় খ্যাত প্রত্যান্ত টাঙ্গাইল জেলার মধুুপুর উপজেলার দক্ষিন জাঙ্গালীয়া আনন্দ বাজার এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল না থাকায় সেখানকার শিক্ষার আলো পৌছায় নি বললেই চলে।এরকম পরিবেশ থেকে নিজ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্থানীয় উঠতি বয়সী তরুনরা নিজেদের মধ্যে ওক্য গড়ে তুলে ২০০৮ সালে। নিজেরা প্রতি মাসে ২শ কেই ৩শ টাকা চাঁদা সংগ্রহ করে। এভাবে প্রায় ৫০ জন একত্রিত হয়ে গড়ে তুলে “আলোর ভুবন আদর্শ প্রাথমিক বিদ্যালয় নামে একটি স্কুল। বিদ্যালয় টি বর্তমানে এলাকার হতদরিদ্র পরিবার গুলোর মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বেশ সাড়া ফেলেছে। অর্জন করেছে নানা সাফল্য।