বগুড়া প্রতিনিধি।।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া, জয়পুরহাট ও নওঁগা জেলার আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মানবতাবাদি ডঃ সাইফুল ইসলাম দিলদার। এরপর একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রদক্ষিন করে টিটু মিলনায়তনে শেষ হয়।
সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী (বগুড়া, জয়পুরহাট ও নওঁগা) আলহাজ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মানবতাবাদি ডঃ সাইফুল ইসলাম দিলদার। সংগঠনের সাধারন সম্পাদক মানবতাবাদী সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সংগঠনের রাজশাহী বিভাগীয় গর্ভনর আবুল হোসেন, ঢাকা মহানগরের গভর্নর সিকান্দার আলী জাহিদ, সদর দপ্তরের গর্ভনর সাইমুম রেজা পিয়াস, ঢাকার সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, বিশেষ প্রতিনিধি আবু মাসুম ফয়সাল এবং বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া মোল্লা প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।