মোঃ সোহেল রানা ,ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপন্য উৎপাদনের অভিযোগে তিনটি বেকারীতে অভিযান চালিয়েছে র্যাব -৪ এর ভ্রাম্যমান আদালত,এ সময় তিন টি বেকারিকে ৮লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে ধামরাইয়ের পৌর-শহরের ঢুলিভিটা বাস স্ট্যান্ডের উত্তর পাশে তিতাস বেকারী ও ঢুলিভিটার দক্ষিণ পাশে বন্ধু ফুট প্রর্ডাক্টস বেকারী ও মেসার্স হাবিবা বেকারীতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তিতাস বেকারির মালিক বেলায়েত হোসেনকে ৪ লক্ষ টাকা,একই এলাকার বন্ধু ফুড প্রোডাক্টস বেকারির মালিক এরশদ সরকারকে ৩ লক্ষ টাকা এবং মেসার্স হাবিবা বেকারীর মালিক মোঃ হাবিব ১লক্ষ ৫০ হাজার টাকা,মোট তিনটি বেকারীতে ৮লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মেসার্স হাবিবা বেকারীর বিস্কোট,কেক উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।
পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন,নিরাপদ খাদ্য ২০১৩ আইনে ৩৩ ধারায় নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পন্য উৎপাদন ও বি এস টি আই এর কোন কাগজ পত্র না থাকার অভিযোগে তিনটি কারখানাকে যথাক্রমে ৮লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় জরিমানা অনাদায়ে ১ জনকে আটক করা হয়,পরে অর্থ পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হয়,তিনি আর বলেন,যারা বি এস টি আই এর অনুমোদন ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।