আব্দুর রউফ,পঞ্চগড় : শীতে কাতর হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আজ সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস। শীতের তীব্রতা ও কাতরে জেলার ৫ উপজেলার মানুষ। মঙ্গলবার(২৪ ডিসেম্বর) পঞ্চগড়ে সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে ঘন কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। ফলে দিনের বেলা যানবাহন গুলো হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা যায়। তাছাড়া শীতের প্রভাবে সাধারন মানুষের কর্মহীন হয়ে পড়েছে। শহরে সাধারণ মানুষ না আসার কারনে ভ্যান চালক ভাড়া পাচ্ছে না বলে জানান। জেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে,কনকনে শীতে ঘনকুয়াশায় ঠান্ডার হাত থেকে রক্ষার পাওয়ার আসায় বাড়ির আঙ্গিনায় ও ফুটপাতে শীতার্তরা আগুন পোহাচ্ছে। এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান,’আজ সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, মাত্র ৩ ঘন্টার ব্যবধানে সকাল ৯ টায় দেশে মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা নেমে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এ এসেছে’।