বগুড়া প্রতিনিধি।।
আগামী ১৩ই জানুয়ারী বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আচরন বিধি ও আইন শৃংঙ্খলা সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে বগুড়া নির্বাচন কমিশন। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও দুপচাঁচিয়া উপজেলার রির্টানিং কর্মকর্তা মাহবুব আলম শাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ ফয়েজ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
প্রধান অতিথি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন আপনারা একে অন্যের প্রতি সু-সর্ম্পক বজায় রেখে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে যাবেন। নির্বাচন বিরোধী কোন কার্যকলাপ করা যাবে না। নির্বাচনী আচরন বিধি যেন লঙ্ঘন করা না হয় সেজন্য সবাইকে সর্তক করে দেন। এই নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার হুমকি ধামকি, ভয় দেখানো বা কালো টাকার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যে কোন প্রকার সমস্যা মোকাবেলায় আইন শৃংঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। সভা শেষে জেলা প্রশাসক ৪ জন মেয়র প্রার্থী মোঃ এনামুল হক কে নৌকা প্রতীক, জাহাঙ্গীর হোসেনকে ধানের শীষ প্রতীক, বেলাল হোসেনকে জগ প্রতীক এবং আহম্মেদ আলীকে মোবাইল ফোন প্রতীক তুলে দেন।
এসময়সময় আরো উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ অত্র পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীগন ।