সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বালুবাহী ট্রলি চাপায় দেড় বছর বয়সী হাসান মিয়া নামে এক শিশু নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে হাসানকে মৃত বলে ঘোষণা করেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকগণ। নিহত হাসান উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আশরাফুল ইসলামের পুত্র। এরআগে বেলা সাড়ে ১১টার দিকে হাসান তার যমজ ভাই হোসেন ও অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে খেলা করতে ছিল। এসময় পাশর্^বর্তী চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের তিস্তানদী থেকে বালুবাহী একটি ট্রলি হাসানকে চাপা দেয়। এতে হাসানের অবস্থা আশঙ্কাজনক দেখে ট্রলি চালক পালিয়ে যায়। চন্ডিপুর ইউপি চেয়ারম্যান ফুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।