ঠাকুরগাঁও প্রতিনিধি : তৃতীয় শ্রেণীর ছাত্রী সুমনা হত্যার প্রতিবাদে ও হত্যাকারির দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে চতুর্থ দিনেও মোববাতি প্রজ্জ্বন ও শোকর্যালি করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা স্কুল বড়মাঠ থেকে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে মোববাতি প্রজ্জলন করে তারা।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রিয়াজ আহম্মেদের বাড়ির ঘরের মেঝে থেকে মাটি খুড়ে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনার মরদেহ উদ্ধার করে পুলিশ।