স্টাফরিপোর্টার:
বগুড়া শেরপুরে লিটলম্যাগ সম্পাদক ও কথাসাহিত্যিক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাহিদ হাসান রবিন এর একমাত্র কন্যা শেখ উপমা কাব্য শেরপুর সরকারি ডিজে স্কুল থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে সাধারণ বৃত্তি পেয়েছে। সে বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করতে চায়। বাবা নাহিদ হাসান রবিন ও মাতা তহমিনা রবিন বলেন- গ্রামের সাধারণ পরিবারের মানুষ আমরা। আমাদের মেয়ে কোন প্রকার টিউশনি ছাড়াই শুধু মাত্র স্কুল ও বাড়িতে পড়াশোনা করে এ রকম রেজাল্ট করায় আমরা গর্বিত। এর আগে শেখ উপমা কাব্য ৫ম শ্রেনীতেও বৃত্তিলাভ করেছে। সে যেন বড় হয়ে দেশের কাজে সুনাম অর্জন করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।