স্টাফরিপোর্টার:
বগুড়ার শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচন অফিস কর্তৃক ১০৭ জন মুক্তিযোদ্ধাকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ১৬ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৩ টায় স্মার্টকার্ড বিতরণ করা হয়।
উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মোহাম্মাদ রায়হান (পিএএ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সি সাইফুল বারি ডাবলু, নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন, শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মকবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক, শেরপুর টাউন কøাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম প্রমূখ।
নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, শেরপুর উপজেলায় ১৯১ জন মুক্তিযোদ্ধার মধ্যে ৭৫ জন মুক্তিযোদ্ধা মারা গেছেন এবং ৯ জন মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রে কিছু ত্রুটি থাকায় বাদ পড়েছেন। এজন্য বর্তমানে ১০৭ জন মুক্তিযোদ্ধাকে স্মার্টকার্ড দেয়া হয়েছে। ৯ জনের জাতীয় পরিচয়পত্র ঠিকঠাক করে পরবর্তীতে স্মার্টকার্ড দেয়া হবে।