বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে যথাযথ মর্যাদায় মহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে মুক্তিযুদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জোবায়ের আহাম্মদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ আবু খালেদ বুলু, ভাইস-চেয়াম্যান ইমামুল আল হাসান তিতু, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার জবির উদ্দিন, ডি এম এনামুল হক, আব্দুর রহিম দেওয়ান বাবলু, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, প্রভাষক মাহমুদুল হাসান হিরু, বাবর আলী প্রমূখ।