স্টাফরিপোর্টার ঃ মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেলো টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ। খেলায় অংশগ্রহন করে সিরাজগঞ্জ প্রেসক্লাব বনাম জেলা পুলিশ দল।
শনিবার সকালে শহীদ শামছুদ্দিন ষ্টেডিয়ামে এই প্রীতি ক্রিকেট ম্যাচ এর আয়োজন করা হয়। খেলায় টসে জয় লাভ করে সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি ও দলীয় অধিনায়ক হেলাল উদ্দিন ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে জেলা পুলিশ দল ১ উইকেট হারিয়ে ১৬.৩ বল খেলে জয়ের লক্ষে পৌছে যায়। পুলিশ দলের ওয়াসিম ৭১ রান করে ম্যান অবদা ম্যাচ নির্বাচিত হন। পুলিশ দলের পক্ষে খেলায় নেতৃত্ব দেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। খেলা দেখতে জেলার কর্মরত সাংবাদিক, তাদের পরিবার বর্গ , পুলিশ সদস্য ছাড়াও ক্রিড়ামোদি অনেক দর্শক মাঠে উপস্থিত হন। খেলাটি উদ্বোধন করেন পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এ সময় পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক ফেরদৌস রবিন সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।