স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগের আওতায়, শেরপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক কমিটির বাস্তবায়নে ২২ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদের। সেনেটারী ইন্সপেকক্টর তাহমিনা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আফজাল হোসেন মারুফ। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা প্রশিক্ষণে অংশ নেন।