সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বিক্রমপুর রক্তদান সংস্থার আয়োজনে গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারী) উপজেলা মোড় সংলগ্ন আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার নির্ণয় ও ওজন পরিমাপ করা হয়।
এসময়, বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিণামূল্যে সেবা প্রদান করেন। বিক্রমপুর রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবীরা জানান, এ পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বিশটি ব্লাড ক্যাম্পিং সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি। আগামীতেও আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।