স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে ‘শুদ্ধ সংগীত চর্চায় একধাপ এগিয়ে’ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উত্তরণ সংগীত একাডেমীর আনুষ্ঠানিকভাবে যাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় বগুড়ার শেরপুর পৌরসভার সান্যালপাড়াস্থ উত্তরণ সংস্কৃত কলেজের হলরুমে এক অনাড়ম্বর পরিবেশে এর শুভ উদ্বোধন হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক ও পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামের সভাপতিত্বে এবং পরিচালক ও সাংবাদিক সৌরভ অধিকারী শুভ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুস সাত্তার, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, জনপ্রশাসন পদকপ্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডা. মো রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, উত্তরণ সংগীত একাডেমী পরিচালক বিমান কুমার মৈত্রেয়, সংগীত অঙ্গনের বিভিন্ন শিল্পী কলাকৌশলী, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, ছাত্র ছাত্রী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগীত একাডেমীর আত্মপ্রকাশ অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন জেলা ও উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।