ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘খাস জমির অধিকার, ভূমিহীন জনতার’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটির উদ্যোগে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রুহিয়া থানা কমিটি সভাপতি প্রফুল্ল কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ আওয়াল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক ইকবাল আমীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
বক্তাগণ বলেন খাস জমিতে ভূমিহীনদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে জানা তারা।