স্টাফ রিপোর্টার : মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপি বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ম্যারাথন ২০২১ দৌড়ের অংশ হিসেবে ১৭ ফেব্রুয়ারী বুধবার ১০ টায় বগুড়ার শেরপুরে উদ্বোধনী দিনে ২ হাজার ১০০ রেজিস্টার ব্যাক্তিদের সাথে ৫ কিলোমিটার রাস্তা দৌড়ালেন ৭৮ বছর বয়সী শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
এ সময় তার সাথে সংগ দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, বগুড়ার জেলা পরিষদ সদস্য ও শেরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা ভেটেরিনারী সার্জন জনপ্রশাসন পদকপ্রাপ্ত ডা. মো. রায়হান পিএএ, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী কোরবান আলী মিলন, পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব শেরপুরের সদস্য তৌহিদুল ইসলাম সুমন।
এ ব্যাপারে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান বলেন, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে ভালবাসি। তার জন্ম শতবর্ষ উপলক্ষে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হচ্ছে। সেই দৌড়ে অনেকেই অংশ নিয়েছে। অথচ আমি দৌড়াবোনা সেকি হয়। তাই বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে ৭৮ বছর বয়সে আমিও দৌড়ে অংশ নিয়ে ৫ কিলোমিটার দৌড়ালাম। এ দৌড় উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্নিত করবে বলে আমি আশা করি।