ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ সালন্দর মুন্সীপাড়া গ্রামে বাঁশঝাড় থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
বুধবার সকালে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম। নিহত আসিব (১৮) উপজেলার দক্ষিণ সালন্দর মুন্সীপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ স্থানীয় কিছু যুবক তাকে মারধরের জন্য বাড়ীতে এসে হুমকি দেয়। এর কয়েকদিন পরেই এই ঘটনা ঘটলো। আসিব আতœহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।
অভিযোযুক্তরা জানায় ওই যুবক নেশায় আসক্ত ছিলেন। তিনি ইতিপূর্বে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলেন বলে।ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত বলা হবে।