সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-০১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মহিলা-শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাহাদারা মান্নান কোরনা ভাইরাসের টিকা নিয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেন।
টিকা গ্রহণের পর অনুভূতি জানান, টিকা গ্রহণের পর তিনি সুস্থ্য আছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারর আন্তরিক প্রচেষ্টায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে বাংলাদেশ ২২তম দেশ হওয়া সত্ত্বেও সকল দেশকে টক্কর দিয়ে দেশে করোনা ভাইরাসের টিকা নিয়ে আসায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
টিকা গ্রহণের মাধ্যমে দেশকে করোনামুক্ত করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার আহ্বান জানান তিনি।