স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী জেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরণী হাটে জেলা ভোক্তা অধিকারের বাজার মনিটরিং টিম এর একটি অভিযান সংঘটিত হয়।
(১৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল দশটায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায়। দেবাশীষ রায়ের নেতৃত্বে বাজার মনিটরিং টিম গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের তরণী হাটে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক জব্দ করেন এবং মেসার্স জোয়াদ্দার ট্রেডার্স প্রোঃ আমিনুল ইসলাম এবং নুরজাহান স্টোরের প্রো: নূরনবী কে ভোক্তা অধিকারের ৫১ নম্বর ধারার যথাক্রমে ৫০০০ টাকা জরিমানা আদায় করেন এবং ভোক্তার স্বার্থে বিভিন্ন দোকানে ভোক্তা অধিকার সম্পর্কে ব্রিফিং শেষে লিফলেট বিতরণ করে।
এই বিষয় জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবাশীষ রায় এর সাথে কথা বললে তিনি জানান, জেলা ভোক্তা অধিকার ভোক্তাদের অধিকার এর স্বার্থে বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং টিম গঠন করে এসব অভিযান পরিচালনা করে, তিনি আরো জানান ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য জেলা ভোক্তা অধিকার সব সময় কাজ করে যাবে।