ঠাকুরগাঁও প্রতিনিধি॥ সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব সরস্বর্তী পুজা।
মঙ্গলবার সকাল থেকে জেলার প্রতিটি মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নানা আয়োজনের মধ্য সরস্বর্তি পুজা পালন করা হয়।
পূজা উৎসবকে ঘিরে ভক্তরা নিজ নিজ এলাকায় উদযাপন করতে আনন্দে মেতে উঠে, পূজা চলাকালীন সময়ে ঢাকের শব্দ ও উলু ধ্বনিতে মুখরিত হয়ে উঠে প্রতিটি পূজা মন্ডপ। পুজা আরচনা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
জেলায় এবার ৩ হাজারের বেশি স্থানে সরস্বর্তি পুজা পালন করা হয়।