স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে মানবিকতায় ধড়মোকাম নামের একটি সেচ্ছাসেবী সংগঠন আবারো তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একই এলাকার অসুস্থ এক মাদ্রাসা ছাত্রের প্রতি।
জানা যায়, শুক্রবার ১২-০২-২০২১ তারিখ শেরপুর উপজেলার ধড়মোকাম গ্রামের মোঃ লিটন মন্ডলের মাদ্রাসা পড়ুয়া পুত্র মোঃ রাব্বি হোসেন ধড়মোকাম হযরত শাহ্ তুর্কান হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত ২ পাড়া কোরআনের হাফেজ, ছেলেটি কিছুদিন যাবত গুরুতর ভাবে অসুস্থ।
চিকিৎসা শাস্ত্র মতে পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে জানা যায় তার ঘাড়ের দুটি রগ একত্রিত হয়ে গেছে।দ্রুত অপারেশন প্রয়োজন যার অর্থ কোনভাবেই পরিবার যোগান দিতে পাচ্ছে না। এমতাবস্থায় পাড়াপ্রতিবেশি এবং কিছু সংগঠনের সাহায্য চলছিল তার চিকিৎসা। তারই ধারাবাহিকতায় শুক্রবার ৭০০০ (সাত হাজার) টাকা দিয়ে সহযোগীতা করলো মানবিকতায় ধড়মোকাম সংগঠন।
সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রাজু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আজাদ হোসাইন,দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রাকিব। উপদেষ্টা- ইব্রাহিম মন্ডল (বিশিষ্ট ব্যবসায়ী), আবু তাহের (বিশিষ্ট ব্যবসায়ী) কার্যকরী সদস্য -সোহেল রানা।