স্টাফ রিপোর্টার : বগুড়ার তিনটি পৌরসভার নবনির্বাচিত মেয়রগন মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ নেয়া তিনজন মেয়র হলেন- সারিয়াকান্দি পৌর মেয়র মতিউর রহমান মতি, শেরপুর পৌর মেয়র জানে আলম খোকা এবং সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
সোমবার বেলা ৩টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান। একই সঙ্গে এসব পৌরসভার ওয়ার্ল্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলেরাও শপথ নিয়েছেন।
পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ১৬ জানুয়ারি তারা নির্বাচিত হন।