তাজুল ইসলাম, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে এলজিএসপি-৩ (বিজিবি) এর আওতায় ২০১৯-২০২০ইং অর্থ বছরে বাস্তবায়নে (২০২০-২০২১ইং) দুস্থ্য মহিলাদের মাঝে ১২টি সেলাই মেশিন, দুস্থ্য জনগণের মাঝে ৯টি নলকূপ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু ৬০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
আজ রবিবার ( ৭ফেব্রুয়ারি) দুপুরে ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে ইউপি সচিব মোঃ ফেরদৌস হোসেনের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, বগুড়া জেলা ফ্যাসিলিলেটর (ডিএফ) আবু.তৈয়ব মোহাম্মাদ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মোজেদুল ইসলাম প্রমুখ।
এসময় ইউপি সচিব মোঃ ফেরদৌস হোসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।