হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বড়চড়া এলাকা থেকে জার্মানীর তৈরী এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও পিস্তলের দুটি স্ট্যান্ড জব্দ করা হয়েছে। শনিবার বিকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এগুলো জব্দ করে।
জয়পুরহাট, ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, শনিবার একটি অটোরিক্সা হিলি থেকে বিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা চালককে অটোরিক্সাটি থামানোর সংকেত দেই। অটোরিক্সা তল্লাশী করা কালে সুকৌশলে চালক দ্রুত পালিয়ে যায়। পরে অটোরিক্সার চালকের ছিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এয়ার রাইফেলের ৪০ হাজার পিস গুলি ও দুটি স্যান্ড জব্দ করা হয়েছে।
অধিনায়ক আরও জানান, পৌর নির্বাচনকে সামনে রেখে এগুলি পাচার করে আনা হতে পারে। জব্দকৃত ইয়ার রাইফেলের গুলি জার্মানের তৈরী। যার আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৬০ হাজার টাকা। এর সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলেও তিঁনি জানান।