বগুড়া প্রতিনিধি: বগুড়া নন্দীগ্রামে ডায়ামান্ট জাতের বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । ৩ রা ফেব্রুয়ারি বিকাল ৩ টায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর আলুর মাঠে এসি আই সীড কোম্পানি আয়োজনে তিন শতাধিক আলু চাষীদের নিয়ে টিসু কালচার পদ্ধতিতে উৎপাদিত বীজ আলুর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আলু চাষী সোহরাফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দুলাল হোসেন, নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, এসি আই সীড কোম্পানির বিজনেস ডাইরেক্টর সুধীর চন্দ্র নাথ, জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান,ন্যাশনাল সেলস ম্যানাজার মোঃ শাহিনুর রহমান, পোট ফলিও ম্যানেজার কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফা, আঞ্চলিক ব্যাবস্হাপক মনোশিষ কুমার মন্ডল, এরিয়া সেলস ম্যানাজার মোঃ শাহাজামাল, বিপনন কর্মকর্তা কে এম বদিউজ্জামান হৃদয়, আলু চাষী আতাউর রহমান, আরিফ হোসেন, আফজাল হোসেন, মামুন, সালামসহ এসি আই সীড কোম্পানির বগুড়া জেলার পরিবেশক বৃন্দ