স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগে সুকুমার দত্ত (৫৫) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
০৩ ফেব্রুয়ারী বুধবার বিকাল সাড়ে পাঁচটায় শহরের সকাল বাজার এলাকা থেকে, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে, এসময় ১৭০ লিটার বাংলামদ সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সুকুমার দত্ত, শহরের কলেজ রোড এলাকার মৃত: সুরেশ দত্তের ছেলে। উক্ত মাদক বিরোধী অভিযানে শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ, উপ-পুলিশ পরিদর্শক তন্ময় কুমার বর্মণ, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মহিদুল ইসলাম সহ শেরপুর থানার সঙ্গিয় ফোর্স অংশগ্রহন করেন।
এপ্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান বলেন, অবৈধভাবে দেশি মদ বিক্রির সময় তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।