ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সুগার মিলে ডঙ্গায় আখের গাড়ির সিরিয়ালকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে সুরেশ চন্দ্র রায় (৫৫) নামে ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত পৌনে ১২ টায় এই ঘটনা ঘটে। নিহত ট্রাক ড্রাইভার দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদাহাট গ্রামের সবিন্দ্র নাথ রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় ঠাকুরগাঁও সুগার মিলে ডঙ্গা সেটের নীচে গাড়ীর সিরিয়ালকে কেন্দ্র করে টলি চালক আব্দুল রহিম (৫৫) ও ছেলে সোহাগ আলীসহ অজ্ঞাত কয়েজন মিলে তাকে মারপিট করে। এক পর্যায় তিনি সঙ্গা হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা সুরেশকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রকিবুল আলম জানায়, সুরেশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোটের ভিত্তিতে বিষয়টি আরো পরিস্কার হওয়া যাবে। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ দুই মিলের উদে¦াধন কর্মকর্তাগণ।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন গত রাত ১২টার সময় একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এব্যাপারে পুলিশকে অবগত করা হয়েছে।