স্টাফ রিপোর্টার : বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ্ তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফল অনুসারে, তিনি জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯০৬ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৫৫ভোট।
এছাড়া বিএনপি মনোনিত প্রার্থী আলিমুদ্দিন হারুন মন্ডল ধানের শীষ প্রতিকে ২ হাজার ২২৩ভোট পেয়েছেন।
এ নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী এবং বহিস্কৃত এ প্রার্থী ইউনিয়ন পরিষদে একবার ছাড়াও পরপর তিনবার পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হলেন।