সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাস্ক পরিধান না করার অপরাধে পথচারীসহ ১০ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার পোনে ৫ টা পর্যন্ত সিরাজদিখান বাজার এলাকায় ওই ১০ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪হাজার ৭শ টাকার দন্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। এসময় তিনি পথচারিদের মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন,শীতকালীন এসময়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার করাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে আজকে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারীদের জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।