পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবির উচাই তুলশীগঙ্গাঁ নদীর নাব্যতা অপসারনে চলছে খননের কাজ। আর এ নদী খনন কাজের মাটিগুলো রাখা হচ্ছে নদী পাড়ের কৃষকের জমিতে। এতে যেমন কৃষকের হচ্ছে ফসলের ক্ষতি অপরদিকে অতিরিক্ত মাটিতে পূর্ণ হচ্ছে জমি।
এ অবস্থায় ফসল লাগানোর জন্য জমি চাষাবাদে বিপাকে পরেছে কৃষকরা। নদী খননের অতিরিক্ত মাটিগুলো তাদের নিচু জমি ভরাট করতে অথবা অন্যত্র সরিয়ে ফেলতে উপজেলা প্রশাসন বরাবর এলাকার একাধিক ভুক্তভোগিরা লিখিত আবেদন করেন।
উপজেলার জাম্বুবান গ্রামের আলহাজ্ব নছির উদ্দিনের ছেলে আনিছুর রহমান আবেদনে লেখেন, আটুল ও হাবিবপুর মৌজায় তাঁর আড়াই একর জমি আছে তুলশীগঙ্গাঁ নদী খননের মাটিতে জমির অর্ধে শেষ। আর্থিকভাবে ক্ষতি পুষিয়ে নিতেই সে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। পাঁচবিবির বিশিষ্টি শিল্পপতি আব্দুল হাকিম মন্ডলের স্ত্রী তাঁর নিচু জমিতে শিল্প কারখানা নির্মাণ করার লক্ষে নদী পাড়ের অতিরিক্ত মাটি নেওয়ার লক্ষে লিখিত আবেদন করেন। এমন লিখিত আবেদন উপজেলার একাধিক ভুক্তভোগী করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন বলেন, একাধিক ব্যাক্তির এমন অভিযোগ পাওয়ায় এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে চিঠি দেওয়া হয়েছে।