সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না” ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানটির কয়েকটি লাইনকে বুকে ধারণ করলে অসহায় মানুষের পাশে দাড়ানো যায়।
আমরাও মানুষ গরীবরাও মানুষ। একজন মানুষ হিসেবে তাদের দুঃখ কষ্ট নিজের মনে করে তাদের পাশে দাড়ানো একজন আদর্শ মানুষের নৈতিক দায়ীত্ব। গতকাল বুধবার (২৬ জানুয়ারী) বিকালে দামালিয়া ৩ নং ওয়ার্ডের ধামালিয়া নতুন বাজারে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণ লীগ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শামীম শিকদার।
এসময় তিনি আরো বলেন, শীতের রাতে আমাদের ঘুম দামী হতে পারলে তাদের ঘুম দামী হবে না কেন? গরীব অসহায় মানুষদের দামী কম্বলের নিচে শোবার সামর্থ নেই বলে কি তারা কনকনে শীতে কষ্টই করবে? তাই শ্রেণী পেশার ভেদাভেদ না রেখে মানুষ হিসেবে অন্য আরেকটি মানুষকে মানুষ মনে করে তাদের পাশে দাড়ানো দরকার। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুনলীগ সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মামুন হাওলাদার, সহ-সভাপতি মো. সেলিম শেখ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুনলীগ রশুনিয়া ২ নং ওয়ার্ডের সভাপতি মাহাবুব খান অপু।