সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও দুই কাউন্সিলর কে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বগুড়ায় চা বিরতিকালে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা নব-নির্বাচিত মেয়র ও সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর মামুনুর রশিদ মামুন ও মাহমুদুল হাসান মুনজু কে ফুলেল শুভেচ্ছা জানান । এসময় উপস্থিত ছিলেন, জোটের সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।