ডেস্ক রিপোর্ট
দেশে পৌঁছেছে ভারতের উপহারের ২০ লাখ ডোজ করোনা টিকা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে এই করোনা টিকা ভারত থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এই টিকা এসেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। ১৬৭টি বক্সে ২০ লাখ ডোজ টিকা এসেছে। বিমানবন্দর থেকে মহাখালীর ওয়্যার হাউজে নেয়ার জন্য দুটি ফ্রিজার গাড়ি রেডি রয়েছে।
প্রথম দফায় ২০ থেকে ২৫ জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগ হবে, পরে ফেব্রুয়ারিতেই করোনা টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম মাসেই দেয়া হবে ৬০ লাখ ডোজ।