আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে রাবেয়া রহমান মার্কেট নামে তিন তলা বিল্ডিং এ কাজ করার সময় মোহর আলী (২০) নামে এক থাই মিস্ত্রি বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মর্মান্তিক ভাবে আহত হয়েছেন। মধুপুর উপজেলা সড়কের জোড়া ব্রিজের পার্শ্বে তিন তলা বিশিষ্ট একটি বিল্ডিং এ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান উক্ত বিল্ডিং এর বাহিরে বারান্দায় থাইয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। বিল্ডিং ঘেষেই রয়েছে বিদ্যুৎতের খুটি । আর এ খুটি হতে বিভিন্ন দিকে বিদ্যুৎতের তার চলে গেছে। বিল্ডিং হতে প্রায় এক ফুট দুরেই রয়েছে বিদ্যুতের তার। এলাকাবাসী জানান বিল্ডিং হতে অতিরিক্ত তিনফুট বারান্দা করে থাই লাগিয়ে শোভা বর্ধন করার জন্যই এঘটনাটি ঘটে। আহত মোহর পিরোজপুর গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মধুপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বিপ্লপ সরকার এর সাথে কথা বললে তিনি জানান আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেন নাই।