জিয়াউদ্দিন লিটন: স্টাফ রিপোর্টার
বগুড়া শেরপুর পৌরসভা নির্বাচন চলাকালীন সময়ে জাল ভোট দিতে ডিজে হাই স্কুল কেন্দ্রে আসলে আবু সাইদ নামে একজনকে আটক করে সাজাপ্রদান করা হয়েছে।
জানা যায়,১৬জানুয়ারি শেরপুর উপজেলাধীন গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামের জনৈক মৃত মোকসেদ আলীর ছেলে আবু সাইদ শেরপুর সরকারী ডিজে হাই স্কুল কেন্দ্রে সকাল ৯.১৫ ঘটিকায় জাল ভোট দিতে আসলে ভোট দেয়ার সময় তাকে আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার তাকে সাত মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছে সাজা প্রদানকারী উপজেলা নির্বাহি কর্মকর্তা নন্দীগ্রাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।