রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলা আওয়ামীলীগের ধানগড়া কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ তাড়াশের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ পৌর সভার মেয়র মোঃ আব্দুল্লাহ আল পাঠান,
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ ফরহাদ, আবুল কালাম আজাদ, মশিউর রহমান কিরণ, মোঃ রবিন সরকার, মোঃ ছাব্বির আহম্মেদ স্বাধীন, রাশেদ রায়হান জয়, মোঃ নাসিম সরকার, মোঃ সৈয়ব আক্তার, সাদ্দাম হোসেন সরকার প্রমুখ।