স্টাফ রিপোর্টার : করোনার মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে বগুড়ার শেরপুরেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ১ জানুয়ারী শুক্রবার সকাল থেকে শুরু হয়।
এ বছরে সরকারি নির্দেশনা মোতাবেক ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে হবে । সরকারি নির্দেশ মোতাবেক আজ ২ জানুয়ারি সকাল ১১ টায় ভীমজানী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করে।
এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবিউল করিম, সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক রানা, সহকারী শিক্ষক জহিরুল হক , মাসুদ রানা, এস.এম ওবায়দুর রহমান, গোলাম মওলা ,আব্দল্লাহ আর আমিন ,পল্লাব কুমার, মোসাম্মৎ ফাতেমা খাতুন, শেফালী খাতুন, বিউটি বাংলা ,শাহাদত হোসেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলীগন ছাত্র-ছাত্রীর হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ করেন।